স্কুলের শ্রেণিকক্ষ যেখানে পঠনপাঠন হওয়ার কথা, সেখানেই চলছে হাতা-খুন্তির লড়াই! বেঞ্চ সরিয়ে পাতা হয়েছে বিছানা, চলছে যাত্রাদলের রান্নাবান্না ও খাওয়াদাওয়া। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের এই নজিরবিহীন ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্কুল চলাকালীন কীভাবে এই আয়োজন সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
অভিযোগ, মঙ্গলবার দিনভর স্কুল যখন চলছিল, তখনই একটি শ্রেণিকক্ষ দখল করে নেয় একটি যাত্রাদল। ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ একপাশে সরিয়ে দিয়ে সেখানে রীতিমতো বেডিং পেতে থাকার ব্যবস্থা করা হয়। শুধু থাকা নয়, ক্লাসরুমের ভেতরেই উনুন জ্বালিয়ে চলে রান্নাবান্না। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁরা দলবদ্ধ হয়ে স্কুলে এসে বিক্ষোভ দেখান এবং প্রধান শিক্ষকের কাছে জবাবদিহি চান।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। প্রাথমিক প্রতিক্রিয়ায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না। যদিও পরে জানা যায়, স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষই ওই যাত্রাদলকে স্কুলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে এবং গ্রামবাসীদের চাপে পড়ে তড়িঘড়ি যাত্রাদলকে স্কুল চত্বর খালি করার নির্দেশ দেন প্রধান শিক্ষক। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন বহিরাগতদের প্রবেশ ও স্কুল চলাকালীন রান্নাবান্নার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।