স্মার্ট যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার শীতবস্ত্রও ভাইরাল ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। খরগোশের কানের মতো দেখতে একটি বিশেষ ধরনের কান ঢাকা, যার নাম ‘বানি ইয়ার মাফস’ (Bunny Ear Muffs), ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর দুর্গাপুর শিল্পাঞ্চলের বাজারগুলিতে এর চাহিদা হু হু করে বেড়েছে।
কান নাড়িয়ে রিলস, আর তাতেই তুঙ্গে চাহিদা
এই কান ঢাকাটির বিশেষত্ব হলো, এতে থাকা খরগোশের কান দুটি নড়াচড়া করে। ছোট-বড় সকলেই এই ‘বানি ইয়ার মাফস’টি পরে বিভিন্ন গানের তালে তালে কান নাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাচ্ছে। মুহূর্তে ভাইরাল হচ্ছে সেইসব ভিডিও। আর এই ভাইরাল ট্রেন্ডের কারণে শিল্পাঞ্চলবাসীর মধ্যে এই ইয়ারমাফ কেনার হিড়িক পড়ে গিয়েছে।
গত বছরের মূল্য ছিল ১০০, এখন ৩৫০!
এই শীতবস্ত্রটি নতুন নয়। দুর্গাপুরের বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা জানান, গত বছরও এটি বাজারে এসেছিল, তখন এর বাজার মূল্য ছিল মাত্র ৮০ থেকে ১০০ টাকা, কিন্তু সেবার এটি তেমন জনপ্রিয়তা পায়নি।
কিন্তু এই বছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শীতের শুরুতে যেখানে এর দাম ছিল ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে, সেখানে একটি বাচ্চা মেয়ের রিলস ভাইরাল হওয়ার পর বছর শেষের নতুন ট্রেন্ড শুরু হয়।
দ্রুত মূল্যবৃদ্ধি: অতিরিক্ত চাহিদা বৃদ্ধির কারণে লাফিয়ে লাফিয়ে এর দাম বাড়তে থাকে। কয়েক মাসের মধ্যেই দেড়শো টাকার জিনিসটির দাম বেড়ে হয়েছে ৩০০ থেকে সাড়ে তিনশো টাকা।
ব্যবসায়ীদের দাবি: শীতবস্ত্র বিক্রেতাদের দাবি, আগে কখনও কোনও শীতবস্ত্রের এই ভাবে চাহিদা বাড়তে দেখা যায়নি। চাহিদার তুলনায় বাজারে আমদানি কম থাকায় ব্যবসায়ীরা আরও দাম বাড়ার আশঙ্কা করছেন।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘বানি ইয়ার মাফস’ এখন কেবল শীতবস্ত্র নয়, বরং একটি আকর্ষণীয় ফ্যাশন আইটেম হয়ে উঠেছে, যা বাজারে হু হু করে বিক্রি হচ্ছে।