ভারতীয় ক্রিকেটে (India Cricket News) আবির্ভাব হলো এক নতুন নক্ষত্রের! ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) দুর্দান্ত শতরান করে নজির গড়লেন তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ১৯০ বলে তিনি তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান পূর্ণ করেন। এটি শুধু একটি ইনিংস নয়, বরং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে (Bengali Sports News) তাঁর নাম লেখানোর সূচনা।
স্যালুট বাবার জন্য: আবেগঘন মুহূর্ত
রস্টন চেজের বলে বাউন্ডারি মেরে যখন তিনি কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করলেন, সেই মুহূর্ত ছিল আবেগঘন! ব্যাট উঁচিয়ে অভিনব ভঙ্গিতে তিনি “গার্ড অব অনার” দিয়ে সম্মান জানালেন তাঁর সেনাবাহিনীতে কর্মরত বাবাকে, যিনি একসময় কার্গিল যুদ্ধের অংশ ছিলেন। তাঁর সেই স্যালুট এবং বিশেষ সেলিব্রেশন মন ছুঁয়ে যায় সমগ্র দেশবাসীর। ক্রিকেট মাঠে এমন বিরল মুহূর্ত সচরাচর দেখা যায় না।
২৪ বছর বয়সি ধ্রুব এই ইনিংসে ২১০ বল খেলে ১২৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে তাঁর ২০৬ রানের বিশাল জুটি ভারতকে ৪০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে এবং দলকে এক শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। প্রথমে গ্লাভস হাতে, আর পরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন।
ধোনি-ফারুখের এলিট ক্লাবে জুরেল
এই ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে একাধিক রেকর্ডের অধিকারী হলেন ধ্রুব জুরেল:
এলিট উইকেটিপার: তিনি হলেন তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার, যিনি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলেন। এই তালিকায় তাঁর আগে আছেন ফারুখ ইঞ্জিনিয়ার (১৯৬৭, ১০৯) এবং স্বয়ং মহেন্দ্র সিং ধোনি (২০১১, ১৪৪)।
১২তম কিপার: টেস্টে শতরান করা তিনি হলেন ১২তম ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার।
পন্থের বিকল্প নন, ভবিষ্যতের ভরসা
চোটে থাকা ঋষভ পন্থের অনুপস্থিতিতে স্কোয়াডে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন জুরেল। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়ে এবং বড় ইনিংস গড়ে প্রমাণ করলেন, তিনি শুধু এক বিকল্প নন, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের প্রধান উইকেটকিপার-ব্যাটার হওয়ার অন্যতম দাবিদার।
তাঁর ক্রিকেট-যাত্রা অনুপ্রেরণার চেয়ে কম কিছু নয়। বাবা সেনাবাহিনীর প্রাক্তন কর্মী। ছেলের কোচিং চালিয়ে যাওয়ার জন্য মা নিজের সোনার চেইন বন্ধক রেখেছিলেন। আজ ক্রিকেট মাঠে ধ্রুবের সাফল্যের মধ্যে দিয়ে উঠে আসছে তাঁদের ত্যাগের গল্পও।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ছয়টি টেস্টের মধ্যেই এই শতরান তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে। ভারতের টেস্ট দলে দ্বিতীয় কিপার থেকে এখন তিনি প্রথম সারির একজন হওয়ার দিকে এগোচ্ছেন।