সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো, কলকাতা হাইকোর্টের রায় বহাল! রাজ্যের রায়গঞ্জ পোস্টিং বাতিল, আর জি কর-এই থাকতে হবে চিকিৎসককে।

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত বিতর্কে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, রায়গঞ্জ নয়, অনিকেতকে আর জি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে।

বিতর্কের সূত্রপাত

  • পোস্টিং পরিবর্তন: রাজ্যের জারি করা একটি বিজ্ঞপ্তিতে গত ২৭ মে ২০২৫ তারিখে অনিকেত মাহাতোকে আর জি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল।

  • অনিকেতের দাবি: এই নির্দেশের পরেই অনিকেত মাহাতো দাবি করেন যে, মেধাতালিকায় তাঁর র‍্যাঙ্ক ছিল ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে মোট ৪টি শূন্যপদ ছিল। তাঁর আগে থাকা একজন চিকিৎসককে একটি শূন্যপদে নিয়োগ করার পরও সেখানে পদ খালি ছিল। মেধা থাকা সত্ত্বেও তাঁকে দূরবর্তী রায়গঞ্জে পোস্টিং দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

আদালতের মাধ্যমে আইনি লড়াই

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে মামলা দায়ের করেন অনিকেত মাহাতো। পরে মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে গড়ায়। হাইকোর্ট অনিকেতের দাবিকে সমর্থন করে রায় দেয়।

রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেও, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয় এবং রাজ্যের আবেদন খারিজ করে দেয়। ফলস্বরূপ, মেধাতালিকা অনুযায়ী অনিকেত মাহাতোর আর জি কর-এ পোস্টিং নিশ্চিত হলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy