শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এক ভয়াবহ ও শোকাবহ ঘটনার সাক্ষী থাকল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্সের হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই মাঠের মধ্যে আকস্মিক মৃত্যু হল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকির। এদিন বিপিএল-এ ঢাকার প্রথম ম্যাচ ছিল, কিন্তু খেলা শুরুর আগেই দলের প্রাণভোমরাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরবেলা। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠে থাকাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন জাকি এবং পরমুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি দলের চিকিৎসক ও প্যারামেডিকরা ছুটে এসে তাঁকে সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করেন। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এক শোকবার্তায় জানিয়েছে, “মাহবুব আলি জাকির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বিসিবি গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন।” অভিজ্ঞ এই কোচের প্রয়াণে হাসপাতালের সামনে ভিড় করেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও কর্মকর্তারা। বিপিএল-এর উৎসবের আমেজ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। তাঁর প্রয়াণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি।