“সিবিআই-সরকার সেটলমেন্ট করেছেন কুণাল”-বিস্ফোরক নির্যাতিতার বাবা, পাল্টা তোপ তৃণমূল নেতার

আরজি করের ঘটনায় নির্যাতিতার বাবার করা এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, এই মামলার তদন্তে থাকা সিবিআই রাজ্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছে এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে এই বিষয়ে ‘সেটেলমেন্ট’ করে এসেছেন। তার এই দাবির পর কুণাল ঘোষও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিহত তরুণীর বাবা বলেন, “সিবিআই-এর ডিরেক্টর নিজে আমাকে বলেছেন, এই কেস ছেড়ে দেব। আমি বলেছি, আমাকে বললে হবে না, আদালতে গিয়ে বলুন। সিবিআই-এর কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। সিবিআই রাজ্য সরকারের থেকে টাকা খেয়েছে। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটেলমেন্ট করে এসেছে।”

এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি, কিন্তু তাই বলে উনি যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে।” তিনি আরও বলেন, “এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়? কোন তথ্যে? আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আর আমি যাব অভয়া মামলা সেটেল করতে?”

কুণাল ঘোষের মতে, সবাই জানে সিবিআই-কে বিজেপি নিয়ন্ত্রণ করে, আর নির্যাতিতার বাবা তাদের সঙ্গেই নবান্ন অভিযানে যান। তিনি নির্যাতিতার বাবার প্রতি সম্মান জানিয়ে বলেন, “সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এই মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।”

এর আগেও গত ৯ই আগস্ট আরজি করের ঘটনার এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মিছিলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতারাও দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছিলেন। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে নির্যাতিতার মা আহত হন। সে সময়ও কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন যে, নির্যাতিতার বাবা-মা এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy