সিডব্লিউসি বৈঠকের মাঝেই অস্বস্তি! বিজেপির সাংগঠনিক শক্তির প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান কংগ্রেস নেতা

কংগ্রেসের শীর্ষ নীতি-নির্ধারক কমিটির (CWC) গুরুত্বপূর্ণ বৈঠক যখন চলছে, ঠিক তখনই দলের অন্দরে বড়সড় অস্বস্তি তৈরি করলেন বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ১৯৯০-এর দশকের পুরনো ছবি শেয়ার করে প্রকাশ্যেই বিজেপি এবং আরএসএসের (RSS) সাংগঠনিক শক্তির প্রশংসা করলেন তিনি। এই পোস্টের মাধ্যমে তিনি পরোক্ষভাবে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নিয়ে শীর্ষ নেতৃত্বকে বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দিগ্বিজয় সিং যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে নব্বইয়ের দশকে বিজেপির প্রবীণ নেতা এলকে আদভানি চেয়ারে বসে আছেন এবং তরুণ নরেন্দ্র মোদী তাঁর পায়ের কাছে মেঝেতে বসে রয়েছেন। ছবিটি ১৯৯৬ সালের শঙ্করসিং ভাগেলার শপথগ্রহণ অনুষ্ঠানের। ছবিটি পোস্ট করে দিগ্বিজয় লেখেন, “একজন আরএসএস স্বয়ংসেবক ও বিজেপি কর্মী, যিনি একসময় নেতাদের পায়ের কাছে মেঝেতে বসতেন, তিনি কীভাবে আজ দেশের প্রধানমন্ত্রী হলেন— এটাই সংগঠনের শক্তি। জয় সিয়া রাম।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পোস্টে তিনি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও ট্যাগ করেছেন। এর আগে শশী থারুরের মোদী-স্তুতি নিয়ে বিতর্ক হলেও, দিগ্বিজয় সিংয়ের মতো কট্টর মোদী-বিরোধী নেতার এই মন্তব্য কংগ্রেসের অন্দরে শোরগোল ফেলে দিয়েছে। বিজেপি ইতিমধ্যেই এই সুযোগে রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছে যে, কংগ্রেসের ভেতরেই এখন নেতৃত্বের অভাব এবং অগণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। বিতর্ক বাড়ায় দিগ্বিজয় সিং সাফাই দিয়ে জানিয়েছেন, তিনি বিজেপির আদর্শ নয় বরং কাঠামোর কথা বলেছেন, কিন্তু পর্যবেক্ষকদের মতে, রাহুল গান্ধীর ‘দুর্ভেদ্য’ বলয়কে লক্ষ্য করেই এই তির ছুড়েছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy