মুর্শিদাবাদের সালারে শুক্রবার এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। একটি দ্রুতগতির বরযাত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক টোটো ও বাইক আরোহীকে ধাক্কা মারে। সবশেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রাক্তন পুলিশকর্মী রবিউল আলমকে (৭২) সজোরে ধাক্কা মারে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি বৃদ্ধকে পিষে দিয়ে তাঁর বুকের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে খবর, রবিউল আলম চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ঘাতক গাড়িটি পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা ধাওয়া করে সেটিকে ধরে ফেলে। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চালককে আটক করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একজন প্রাক্তন পুলিশকর্মীর এমন করুণ মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।