সাইবার সুরক্ষার নামে ‘নজরদারির হাতিয়ার’, ফোনে বাধ্যতামূলকভাবে ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টলের নির্দেশ কেন্দ্রের, শুরু বিতর্ক

সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবার প্রতিটি মোবাইল ফোনে ‘সঞ্চার সাথী’ অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ জারি করেছে। সোমবার সন্ধ্যায় টেলিকম মন্ত্রক এই নির্দেশিকা জারি করে মোবাইল নির্মাণকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় বার্তা দিয়েছে। তবে এই নির্দেশের জেরে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির।

মোবাইল প্রস্তুতকারী সংস্থার জন্য নির্দেশিকা:

কেন্দ্রীয় সরকার তরফে জারি করা নির্দেশিকায় মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে:

প্রি-ইনস্টল: প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে তাঁদের নির্মিত নতুন ফোনে ‘সঞ্চার সাথী’ অ্যাপটি আগে থেকে ইনস্টল করা অবস্থায় রাখতে হবে।

আনইনস্টল নিষিদ্ধ: গ্রাহক বা ইউজারকে এই অ্যাপ সম্পর্কে অবহিত রাখতে হবে, তবে অ্যাপটি ডিলিট করার (আনইনস্টল) কোনো অপশন রাখা যাবে না। এমনকি অ্যাপটির কাজ সীমিত বা নিষিদ্ধ করারও সুযোগ থাকবে না।

পুরোনো ফোনের জন্য নিয়ম ও সময়সীমা:

যে সকল স্মার্ট ফোন ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে, সেগুলিতে সংশ্লিষ্ট মোবাইল প্রস্তুতকারী সংস্থা একটি ‘সফ্টওয়্যার আপডেটের’ মাধ্যমে অ্যাপটিকে ইনস্টল করিয়ে দেবে। এই কাজের জন্য দেশের অন্দরে মোবাইল নির্মাণকারী সংস্থাগুলিকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, নির্দেশিকা জারি হওয়ার ১২০ দিনের মাথায় এই মর্মে একটি রিপোর্টও পেশ করতে হবে সংস্থাগুলিকে।

বিরোধী শিবিরের অভিযোগ:

চলতি বছরের শুরুতেই কেন্দ্র সাইবার সুরক্ষা সংক্রান্ত এই অ্যাপটি প্রকাশ করে, যা মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষায় কার্যকরী বলে দাবি সরকারের। কিন্তু আচমকাই এটিকে বাধ্যতামূলক করার নির্দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই নির্দেশিকার বিরোধিতা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ফোনের মধ্যে আগে থেকে ইনস্টল করা সরকারি অ্যাপ আসলে রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার। এটিকে আবার আনইনস্টল করারও কোনো সুযোগ নেই। এটি প্রতিটি নাগরিকের গতিবিধির উপরেই নজরদারি চালাতেই তৈরি হয়েছে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy