দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ার কারণে কার্যত ধ্বংসলীলা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, সাইক্লোনের জেরে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩৪-এ, এখনও ৩৭০ জনের কোনও খোঁজ নেই। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উদ্বেগ ও আশ্বাস
প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার ভয়াবহ পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রেসিডেন্ট দিশানায়েকে-কে আশ্বস্ত করেন যে, ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ নামে উদ্ধারকাজ ও ত্রাণকাজ জারি রাখবে।
প্রেসিডেন্টের কৃতজ্ঞতা: ভারত যেভাবে সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দিশানায়েকে।
সহযোগিতার প্রতিশ্রুতি: মোদী এই কঠিন সময়ে সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন এবং জানান যে শ্রীলঙ্কায় যাতে দ্রুত সব পরিষেবা ও দৈনন্দিন জীবন স্বাভাবিক হয়, তার জন্য ভারতের সমর্থন অব্যাহত থাকবে।
‘অপারেশন সাগর বন্ধু’ ও মানবিক বিপর্যয়
সাইক্লোন দিতওয়ার প্রভাবে উপকূল ঘেঁষা অঞ্চলে সমুদ্র ফুঁসে ওঠায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে ক্যান্ডি, নুওয়ারা এলিয়া ও মাতালে-সহ বহু জেলায় ধস নেমেছে।
ক্ষতিগ্রস্তের সংখ্যা: প্রশাসনের দেওয়া তথ্য বলছে, এই বিপর্যয়ে মোট ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্তত ২ লক্ষ মানুষ ঘরছাড়া।
ভারতের সাহায্য: ভারত সরকার ‘অপারেশন সাগর বন্ধু’-এর অধীনে উদ্ধার ও ত্রাণকাজের জন্য ৮০ সদস্যের এনডিআরএফ (NDRF) টিম শ্রীলঙ্কায় পাঠিয়েছে।
ভারত ও শ্রীলঙ্কার দুই শীর্ষনেতাই এই কঠিন সময়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছেন।