সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বজয়! ২০২৫ সালে ইউনেস্কোর জোড়া স্বীকৃতি পেল ভারত

২০২৫ সালটি ভারতের সাংস্কৃতিক ইতিহাসের ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বছর ভারত ইউনেস্কো থেকে দুটি বড় সম্মান অর্জন করেছে। জুলাই মাসে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ১২টি দুর্গ সম্বলিত ‘মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস’ বিশ্ব ঐতিহ্যের তালিকায় (World Heritage List) অন্তর্ভুক্ত হয়। এরপর ডিসেম্বরে দীপাবলি ভারতের ১৬তম উপাদান হিসেবে ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ (ICH)-এর তকমা পায়। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পাণ্ডুলিপি রক্ষার জন্য চালু হয়েছে ‘জ্ঞান ভারতম’ পোর্টাল। বছরটি শেষ হয়েছে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীর মহতী উদযাপনের মধ্য দিয়ে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy