স্কুলের গেটের সামনেই এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে। নবম শ্রেণির এক পড়ুয়াকে ছুরি মারার অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঠিক কী ঘটেছিল?
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নবম শ্রেণির ওই ছাত্র স্কুল থেকে বাইরে বেরোনোর সময় গেটের কাছে কয়েকজন পড়ুয়ার মধ্যে ঝামেলা চলতে দেখেন। পরিবারের দাবি, ওই ছাত্রটি সেই ঝামেলা মেটাতে গেলে অষ্টম শ্রেণির এক পড়ুয়া তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এই ছুরিকাঘাতে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তবে ঠিক কী কারণে এই হামলা, তা নিয়ে ধন্দে পরিবার।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ:
পরিবারের সদস্যদের আরও গুরুতর অভিযোগ, এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ আহত ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে পরিবারের লোকেরাই দ্রুত তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
নিরাপত্তা নিয়ে আতঙ্ক:
স্কুলের গেটের সামনে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই অন্যান্য অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। তাঁরা স্কুলের অভ্যন্তরে ও বাইরে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছেন।
পুলিশ সূত্রে খবর, কী কারণে এই হামলা, তার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় স্কুলের ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।