সরকারের চাপে ‘বলির পাঁঠা’ ক্রিকেটাররা? বাংলাদেশের T 20 বিশ্বকাপ না খেলার নেপথ্যে আসল সত্য ফাঁস!

বাংলাদেশ ক্রিকেটে এক নজিরবিহীন অস্থিরতা শুরু হয়েছে। ভারতের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, তা নিয়ে এখন তোলপাড় ক্রীড়াবিশ্ব। অভিযোগ উঠেছে, ক্রিকেটারদের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা পরামর্শ না করেই এই বিশাল সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। ক্রিকবাজ-এর একটি চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল, ২২ জানুয়ারির বৈঠক ছিল কেবল নামমাত্র একটি আনুষ্ঠানিকতা।

বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের কারণেই তারা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আইসিসিকে বারবার জানানো সত্ত্বেও তারা এই নিরাপত্তাহীনতার বিষয়টিকে আমল দেয়নি বলে বিসিবির অভিযোগ। তবে পর্দার ওপারের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার জানিয়েছেন, ওই বৈঠকে তাঁদের মতামত জানতে চাওয়া হয়নি, বরং সিদ্ধান্তটি তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এক ক্রিকেটার আক্ষেপের সুরে বলেন, “আমরা ভেবেছিলাম আমাদের মতামত নেওয়া হবে। কিন্তু বাস্তবে আমাদের শুধু সিদ্ধান্তটা জানাতে ডাকা হয়েছিল। বৈঠকে ঢোকার আগেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, বৈঠকে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ লিটন দাস বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল করেছিলেন। তাঁরা দেশের ক্রিকেটের স্বার্থে মাঠে নামার আগ্রহ দেখালেও বোর্ড কর্তারা তা পাত্তাই দেননি। উল্টো সরকার ও বিসিবির পক্ষ থেকে অতীতে ভারতীয় সমর্থকদের থেকে পাওয়া তথাকথিত ‘হুমকি’ এবং সাংবাদিকদের নিরাপত্তার অজুহাত ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্রিকেটারদের মতে, এটি বিসিবির নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়, বরং সরাসরি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ, যা বোর্ড পালন করতে বাধ্য হয়েছে।

এই বয়কটের ফলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ এখন অন্ধকারে। ক্রিকেটাররা মনে করছেন, আইসিসির ইভেন্ট থেকে সরে দাঁড়ালে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে পড়বে বাংলাদেশ। কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি নিষেধাজ্ঞার খাঁড়াও নেমে আসতে পারে। হতাশ এক ক্রিকেটার বলেন, “দেশের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে। আমরা না খেললে ক্ষতিটা আমাদেরই হবে, কর্তাদের কিছু যায় আসে না।” পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তুতি শুরু করেছে আইসিসি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy