‘সম্পূর্ণ নম্বর পেয়েও ব্রাত্য কেন?’ অতিরিক্ত ১০ নম্বরের প্রতিবাদে উত্তরকন্যা অভিযানে SSC-র নতুন চাকরিপ্রার্থীরা

চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীদের অভিজ্ঞতার জন্য স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক নতুন এসএসসি চাকরিপ্রার্থী রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করেন।

আন্দোলন ও পুলিশের বাধা:

  • শুরু: বুধবার শিলিগুড়ির জলপাইমোড় থেকে মিছিল শুরু করেন নতুন চাকরিপ্রার্থীদের একাংশ।

  • বাধা: মিছিল নৌকাঘাট মোড় পেরিয়ে তিনবাতি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়।

  • বিক্ষোভ: পুলিশের বাধার মুখে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডাও হয়।

  • ফল: পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর, পাঁচ জনের একটি প্রতিনিধি দলকে উত্তরকন্যায় গিয়ে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেওয়া হয়।

নতুন চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ:

নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশন অতিরিক্ত ১০ নম্বর দেওয়ায় সম্পূর্ণ নম্বর পেয়েও তাঁরা ইন্টারভিউতে ডাক পাননি এবং বঞ্চনার শিকার হচ্ছেন।

  • দেবজ্যোতি সরকার: “চাকরিহারা দাদা-দিদিদেরই প্রাধান্য দেওয়া হল। তাহলে আমরা সম্পূর্ণ নম্বর পেয়েও কেন ইন্টারভিউতে ডাক পেলাম না? এই বিমাতৃসুলভ আচরণ কেন? এই উত্তর চাইতেই আমাদের উত্তরকন্যা অভিযান।”

  • রতন বর্মন: “নতুনদের কোনও জায়গা নেই। সম্পূর্ণ নম্বর পেয়েও আমরা বঞ্চিত। শূন্যপদ কেন বাড়ানো হবে না? যদি শুধুমাত্র চাকরিহারাদের জন্যই এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে, তাহলে সেইভাবেই নির্দেশিকা জারি করা উচিত ছিল।”

  • দেবারতি চট্টোপাধ্যায়: “আমরা শান্তিপূর্ণভাবে পাঁচদফা দাবি নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের আটকে দিল। আমরা এখানেই অবস্থান বিক্ষোভে বসেছি। তাহলে পরীক্ষা কেন নেওয়া হল?”

আন্দোলনের পটভূমি: এসএসসি নবম-দশম ও একাদশ-দ্বাদশের ফলপ্রকাশের পর থেকেই এই বিতর্ক শুরু হয়। নতুন চাকরিপ্রার্থীদের মূল দাবি—পুরনোদের অতিরিক্ত ১০ নম্বরের জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন, তাই শিক্ষক নিয়োগে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

অন্যদিকে, চাকরিহারা ‘যোগ্য’দের একাংশও আন্দোলনে রয়েছেন। তাঁদের অভিযোগ, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি, উল্টে সুপ্রিম কোর্টের রায়ে ‘দাগি’ চিহ্নিত হওয়া পরীক্ষার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy