সময়ের মধ্যে স্কুলে ঢুকতে পেলে যা হবে? ছাত্রীদের জন্য কড়া রামপুরহাট গালর্স হাইস্কুল!

রামপুরহাট গালর্স হাইস্কুলে ছাত্রীদের লাগামহীন আচরণ এবং ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের নির্ধারিত পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েও অনেক ছাত্রী স্কুলে না গিয়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে এবার নির্দিষ্ট সময়ের পর স্কুলের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ছাত্রী ও তাদের অভিভাবকদের জানানো হয়েছে।

সমস্যাটা ঠিক কী?

স্কুল সূত্রে জানা গেছে, অনেক ছাত্রী স্কুলের পাশে থাকা পার্কের আশেপাশে দল বেঁধে আড্ডা দিচ্ছে। কেউ কেউ স্কুলে এলেও ক্লাস না করে টাউন হলের টয়লেটে গিয়ে ইউনিফর্ম পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছে। বারংবার সতর্ক করা সত্ত্বেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে। টিচার ইনচার্জ মল্লিকা হালদার জানিয়েছেন, “কিছু পড়ুয়া স্কুলে আসেই না, অথচ অভিভাবকরা ভাবছেন যে তাদের মেয়েরা স্কুলে যাচ্ছে। এই ধরনের লাগামহীন আচরণে রাশ টানতেই এই কড়া পদক্ষেপ।”

স্কুল কর্তৃপক্ষের নতুন নিয়ম

স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নোটিস পাঠিয়ে জানিয়েছে যে, সকাল ১০:৫০ মিনিটের পর কোনো ছাত্রীকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। গেট বন্ধ করে দেওয়া হবে। আবার বিকেল ৪:৩০ মিনিটে ছুটির পর গেট খোলা হবে। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে অনুরোধ করেছে যে, তারা যেন ছাত্রীদের স্কুলে পৌঁছে দেন এবং ছুটির পর বাড়ি নিয়ে যান।

শিক্ষক সংকট ও পড়াশোনার মান

রামপুরহাট গালর্স হাইস্কুলের বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩৮০০ ছাত্রী রয়েছে, অথচ শিক্ষিকার সংখ্যা মাত্র ৩৯ জন স্থায়ী ও চারজন প্যারা টিচার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মল্লিকা হালদার শিক্ষক সংকটের কথা স্বীকার করে জানান, মাধ্যমিক স্তরের শিক্ষিকাদের দিয়ে উচ্চ মাধ্যমিকের ক্লাস করানো হচ্ছে। যদিও স্কুলের পক্ষ থেকে এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হচ্ছে, এটি ছাত্রীদের নিয়মানুবর্তী করতে এবং স্কুলের ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করবে।

ছাত্রীদের একাংশ এই পদক্ষেপকে ভালো বললেও, অনেকে টিউশন থাকার কারণে স্কুলে আসতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে। তবে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy