শ্লীলতাহানির পর ‘ধন্যবাদ’ বলে চম্পট! বেঙ্গালুরু এয়ারপোর্টে কোরিয়ান তরুণীর সঙ্গে ঠিক কী ঘটেছিল?

ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে আবারও এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠল। এবার খোদ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের মতো হাই-সিকিউরিটি জোনে এক কোরিয়ান তরুণীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ব্যাগ তল্লাশির অছিলায় ওই তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

ব্যাগ চেকের আড়ালে নৃশংস লালসা ঘটনাটি ঘটেছে গত ১৯ জানুয়ারি। অভিযোগকারিনী কোরিয়ান তরুণী কিম সাং কুয়াং (যিনি নিজের পরিচয় প্রকাশ্যে আনার অনুমতি দিয়েছেন) জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আফান আহমেদ নামের এক ব্যক্তি তাঁর কাছে যায়। নিজেকে নিরাপত্তারক্ষী হিসেবে পরিচয় দিয়ে আফান জানায় যে, কিমের ব্যাগ পুনরায় পরীক্ষা করার প্রয়োজন আছে।

অভিযোগ অনুযায়ী, আফান ওই তরুণীকে কৌশলে একটি ওয়াশরুমের নির্জন জায়গার কাছে নিয়ে যায়। সেখানে ব্যাগ পরীক্ষার নাম করে কিমের বুকে এবং গোপনাঙ্গে বারবার অশালীনভাবে স্পর্শ করা হয়। এমনকি অভিযুক্ত তাঁকে পিছন থেকে জাপটে ধরে বলেও অভিযোগ। কিম তৎক্ষণাৎ বাধা দিলে এবং চিৎকার করার উপক্রম করলে, অভিযুক্ত ব্যক্তি নির্বিকারভাবে ‘ওকে, থ্যাংক ইউ’ বলে সেখান থেকে চম্পট দেয়।

তৎক্ষণাৎ ব্যবস্থা ও গ্রেফতার এই আকস্মিক ও ন্যক্কারজনক ঘটনায় হতচকিত হয়ে পড়লেও দমে যাননি কিম। তিনি সঙ্গে সঙ্গে বিমানবন্দরের উচ্চপদস্থ নিরাপত্তারক্ষীদের কাছে বিষয়টি জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আফান আহমেদকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারত সম্পর্কে কী বলছেন কিম? ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিম সাং কুয়াং জানিয়েছেন, এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তিনি চান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হোক যাতে অন্য কোনও পর্যটককে এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। তবে এই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য ভারতের প্রতি তাঁর ভালোবাসা বা দৃষ্টিভঙ্গি বদলে যাবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy