শেষ মুহূর্তে বাতিল মোদীর তাহেরপুর সফর! বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভা করবেন প্রধানমন্ত্রী?

খারাপ আবহাওয়ার জেরে শেষ মুহূর্তে বদলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত কর্মসূচি। শনিবার নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর মেগা জনসভা হওয়ার কথা থাকলেও, ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সড়কপথে যাওয়ার পরিকল্পনা করা হলেও, নিরাপত্তা এবং পরবর্তী ঠাসা কর্মসূচির কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকেও পিছিয়ে এল প্রশাসন।

বর্তমানে কলকাতা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এসপিজি (SPG) এবং উচ্চপর্যায়ের আধিকারিকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী সরাসরি সভাস্থলে না গিয়ে বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন। যেহেতু দুপুর ৩টের মধ্যে তাঁকে গুয়াহাটিতে পৌঁছতে হবে, তাই সড়কপথের দীর্ঘ যাত্রায় অনেকটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই তাহেরপুরে জনসভার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েক লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই প্রযুক্তিকে হাতিয়ার করে ভার্চুয়ালি সংযোগ স্থাপন করবেন মোদী। রাজ্য সরকারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা শেষ করে এই বিকল্প পরিকল্পনাই এখন চূড়ান্ত হওয়ার পথে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy