একসময় আইপ্যাক থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ কৌশল নিয়ে সরব হয়েছিলেন। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোলবদল মদন মিত্রের! নিজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন কামারহাটির বিধায়ক। অভিষেককে সোজাসুজি ‘আলেকজান্ডার’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গে তুলনা করলেন তিনি।
“শুভেন্দুর উইকেট ফেলবে অভিষেক”
নন্দীগ্রাম থেকে কি এবার স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও জল্পনা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন মদন মিত্র। TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, “শুভেন্দুকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন নেই, সেনাপতি অভিষেকই যথেষ্ট। এবার শুভেন্দু ৫০ হাজার ভোটে হারবে। শুভেন্দুর উইকেট ফেলার মোক্ষম অস্ত্র হলো অভিষেক।” ### নবজোয়ারের পর ‘অন্য’ অভিষেক মদনের দাবি, ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁর কথায়, “আলেকজান্ডারের মতো যুদ্ধের ম্যাপিং করেছেন অভিষেক। মমতা যখন উত্তরে থাকেন, অভিষেক তখন দক্ষিণে। তিনি এমনভাবে ঘুঁটি সাজিয়েছেন যে বিজেপির পালানোর পথ নেই।” নন্দীগ্রামে অভিষেকের তৈরি করা ‘সেবাশ্রয়’ যে আসন্ন ভোটে বড় গেম-চেঞ্জার হতে চলেছে, সেই দাবিও করেন তিনি।
পাল্টা কটাক্ষ বিজেপির
মদন মিত্রের এই মন্তব্যকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “নন্দীগ্রামকে পাখির চোখ করেছে ভালো কথা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেননি, সেখানে ছানাপোনারা জিতে কি না দেখা যাবে।” রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত হলে আলাদা করে কেন ‘সেবাশ্রয়’ দরকার হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
একসময়ের সমালোচক মদন মিত্রের মুখে অভিষেকের এই ভূয়সী প্রশংসা এখন বাংলার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।