বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন আজ পা দিলেন ৫২ বছরে। ১০ জানুয়ারি সুপারস্টারের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছা বার্তায়। তবে সবথেকে বেশি নজর কেড়েছে হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদের রোমান্টিক পোস্ট। ইনস্টাগ্রামে হৃত্বিকের সঙ্গে বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে সাবা লিখেছেন, “তোমাকে খুশি দেখার চেয়ে বেশি আনন্দ আমাকে আর কিছুই দেয় না। এই বছরের শ্রেষ্ঠ দিনে তোমার জন্য অনেক শান্তি এবং সৃজনশীল কাজের প্রার্থনা করি। শুভ জন্মদিন আমার হৃদয়, আমি তোমাকে ভালোবাসি।”
শুধু সাবা নন, হৃত্বিকের বোন সুনয়না রোশনও দাদাকে ‘রকস্টার’ বলে অভিহিত করে একটি আবেগঘন দীর্ঘ বার্তা লিখেছেন। বাবা রাকেশ রোশন লিখেছেন, “দুগ্গু, প্রতি বছর তোমার জন্য আমার ভালোবাসা বেড়েই চলেছে।”
কাজের ফ্রন্টে ৫২ বছর বয়সেও হৃত্বিক রীতিমতো টগবগে। বর্তমানে তিনি ‘কৃষ ৪’ (Krrish 4) নিয়ে ব্যস্ত। খবর রয়েছে, এবার নিজেই পরিচালনার আসনে বসতে পারেন হৃত্বিক। এছাড়া ‘কান্তারা’ খ্যাত হোম্বেল ফিল্মসের সঙ্গে একটি বিশাল বাজেটের প্রোজেক্টে সই করেছেন তিনি, যাকে বলা হচ্ছে ‘তলে অফ গ্রিট, গ্র্যান্ডিউর অ্যান্ড গ্লোরি’। ৫২তম জন্মদিনে হৃত্বিকের এই নতুন ইনিংসের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা।