শীতের ঝোড়ো ব্যাটিং, এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ, বড়দিনের আগে কাঁপছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ!

অবশেষে শহরবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জাঁকিয়ে বসল শীত। ডিসেম্বরের শেষলগ্নে এসে খাস কলকাতায় ফিরল হাড়কাঁপানো আমেজ। রবিবার তিলোত্তমার পারদ নেমে গেল ১৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ০.৭ ডিগ্রি কম। উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই এখন জাঁকিয়ে ঠান্ডার আমেজ।

আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় প্রায় ৫ ডিগ্রির বিশাল ফারাক দেখা গিয়েছে। শনিবার সকাল থেকেই রোদের তেজ ছিল কম, এমনকি বেলা ১১টা পর্যন্ত সেভাবে দেখা মেলেনি কড়া রোদের। ঘন কুয়াশার দাপট এতটাই বেশি যে প্রশাসনের তরফে হাইওয়েতে ট্রাক ও বড় গাড়িচালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় পথ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

কুয়াশার এই দাপট থেকে রেহাই পাননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের নেতাজি পার্কের সভায় যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি। শেষমেশ কলকাতা বিমানবন্দরে ফিরে এসে তাঁকে ভার্চুয়ালি সভায় অংশ নিতে হয়।

তবে শীত বাড়লেও রাজ্যের অস্বস্তি বাড়াচ্ছে ডেঙ্গি। শীতের কামড়ের মাঝেও কমছে না মশাবাহিত এই রোগের প্রকোপ। গত দেড় মাসে রাজ্যে প্রায় ৪ হাজার মানুষ নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে কলকাতাতেই সংখ্যাটা ৬৩৬। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে চিকিৎসকদের আশা, পারদ যত নিচের দিকে নামবে, ততই কমবে ডেঙ্গির প্রকোপ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy