বঙ্গ রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে ফের সক্রিয় ভূমিকায় ফিরছেন দিলীপ ঘোষ। দীর্ঘ কয়েক মাস দলের কোনো কর্মসূচিতে দেখা না পাওয়ার পর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর একান্ত বৈঠক রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিল। সূত্রের খবর, শাহের থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আজ সল্টলেকের দলীয় কার্যালয়ে আসছেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে তিনি বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।
গত কয়েক মাস ধরে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কখনও মোদীর সভায় আমন্ত্রণ না পাওয়া, আবার কখনও অমিত শাহের সফরেও ব্রাত্য থাকা— সব মিলিয়ে কোণঠাসা ছিলেন দিলীপবাবু। এমনকি পদাধিকারী নন বলে তাঁকে ডাকার প্রয়োজন নেই, এমন মন্তব্যও শোনা গিয়েছিল। তবে আসন্ন ভোটের আগে শাহের ‘তৈরি থাকুন’ বার্তায় ফের চাঙ্গা দিলীপ শিবির।
জানা গিয়েছে, আজ সল্টলেক পার্টি অফিসে প্রায় তিন ঘণ্টা সময় কাটাবেন দিলীপ ঘোষ। শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর এই বৈঠক মূলত আগামী ভোটের রণকৌশল নির্ধারণের জন্যই। শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই দিলীপ ঘোষকে ফের সক্রিয় করার ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিলীপবাবুর মতো ওজনদার নেতার ময়দানে ফেরা বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে।