শারীরিক দুর্বলতা ও বিতর্কের জের? ভোটের আগে ভিডিও বার্তায় নীতীশ কুমারের মাস্টারস্ট্রোক, লালুকে নিশানা করে চাইলেন সমর্থন!

বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক নজিরবিহীন কৌশল নিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সাত সকালে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি সরাসরি রাজ্যবাসীর সমর্থন চাইলেন। জনতা দল ইউনাইটেড (জেডিইউ) সূত্রের খবর, নীতীশ কুমারের রাজনৈতিক জীবনে এই প্রথম ভোটের প্রচারে ভিডিও বার্তা ব্যবহার করা হলো।

জানা যাচ্ছে, এবার নির্বাচনী প্রচারে নীতীশ কুমার সবচেয়ে কম ছোটাছুটি করবেন। গত তিন বছর ধরে তিনি শারীরিকভাবে ততটা সবল নন। অন্যদিকে, বিরোধীদের দাবি, সম্প্রতি একাধিক জনসভায় তাঁর অসংলগ্ন মন্তব্য দল ও সরকারকে অস্বস্তিতে ফেলেছে। সেই কারণেই তিনি এবার জনসভার বদলে ভিডিও বার্তায় প্রচারের কৌশল নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

শনিবার সকালে প্রচারিত ভিডিওতে নীতীশ তাঁর সরকারের গত ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ২০০৫ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সংকল্প ছিল—গোটা বিশ্বে বিহার ও বিহারবাসীর মান-মর্যাদা পুনরুদ্ধার করা। আর এজন্য দরকার ছিল রাজ্যের সার্বিক উন্নয়ন। নীতীশ দাবি করেন, এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে তাঁর সরকার উন্নয়ন করেনি। জোটসঙ্গী বিজেপি, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে ‘বিহারের উন্নয়নের কাণ্ডারী’ হিসেবে তুলে ধরছেন।

ভিডিও বার্তায় নীতীশ কুমার সরাসরি দুই বিহারের ছবি তুলে ধরেছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের লালু প্রসাদ যাদব ও রাবড়ী দেবীর ১৫ বছরের ‘জঙ্গলরাজ’কে নাম না করে তীব্র আক্রমণ করেন। এরপর তুলে ধরেন আজকের বদলে যাওয়া বিহারের চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদকে নিশানা করে নীতীশ কুমার বলেন, “এত বছর রাজনীতি করছি। কখনও নিজের বা পরিবারের জন্য কিছু করিনি।” প্রসঙ্গত, নীতীশ কুমারের একমাত্র ছেলে একজন ইঞ্জিনিয়ার এবং রাজনীতির সঙ্গে যুক্ত নন। অন্যদিকে, লালু প্রসাদ পশু খাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত এবং তাঁর স্ত্রী-ছেলে-মেয়ে-সহ গোটা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় তদন্ত চলছে। রাজনৈতিক মহলের ধারণা, লালু প্রসাদের দুর্নীতি ও স্বজনপোষণকে আক্রমণের মাধ্যমে নীতীশ মূলত বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের প্রধান শক্তি (লালু প্রসাদ)কেই দুর্বল করতে চাইছেন। আরজেডি-ও পাল্টা ভিডিও প্রচারের পরিকল্পনা করায়, আগেভাগে আক্রমণ শুরু করলেন নীতীশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy