স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার সময় কড়া নিরাপত্তার মধ্যে দিল্লির লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে পাঁচ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টে’ মোতায়েন থাকা পুলিশ সদস্যরা ওই পাঁচজনকে গ্রেপ্তার করেন। অভিযুক্তদের বয়স ২০-২৫ বছরের মধ্যে এবং তাদের কাছে লালকেল্লায় প্রবেশের কোনো বৈধ অনুমতি ছিল না। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, তারা চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং দিল্লিতে শ্রমিকের কাজ করত।
ডিসিপি রাজা ভাটিয়া জানান, ৪ আগস্ট সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়। তিনি বলেন, “তারা দাবি করেছে, ১৫ জুলাই থেকে যে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।” ভাটিয়া আরও জানান, তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সন্দেহজনক জিনিস বা কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি।
এই ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যেহেতু সামনেই স্বাধীনতা দিবস, তাই লালকেল্লায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা নিরাপত্তা কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনাটি দেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধি এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর সম্পর্কে নতুন করে ভাবনা তৈরি করেছে।