লডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে নতুন জটিলতা, ঘোষিত জমির মালিকের ‘না’! বিকল্প খুঁজতে পথে নামলেন বিধায়ক হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বছর খানেক আগেই ঘোষণা করেছিলেন, বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। আগামী ৬ ডিসেম্বর সেই মসজিদের শিলান্যাস হওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে জটিলতা। যে জমিতে শিলান্যাস হওয়ার কথা ছিল, সেটি নিয়েই উঠেছে প্রশ্ন।

সম্প্রতি দেখা যায়, বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত সেই জায়গাটি ঘিরে দিয়েছেন জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার ওই জায়গা উন্মুক্ত থাকায় সবাই ভুল করে এটিকে মসজিদের জন্য ভাবছে। নিজামুদ্দিন চৌধুরী আরও দাবি করেন, “বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক, পাড়ায় যেসব মসজিদ আছে সেগুলোর উন্নয়ন করুক।”

এই পরিস্থিতিতে সোমবার বিকল্প জমি খুঁজতে মাঠে নামেন বিধায়ক হুমায়ুন কবীর। বিকেলে তাঁকে কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায় একটি জমি পরিদর্শন করতে দেখা যায়। বেলডাঙার বিকল্প হিসেবেই তিনি এই জমিটি দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। তবে সেই জমি তাঁর পছন্দ হয়নি। যদিও সংবাদমাধ্যমের সামনে তিনি বারবার দাবি করেছেন, বাবরি মসজিদ বেলডাঙাতেই হবে।

কান্দিতে জমি দেখতে যাওয়ার কারণ জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, “বেলডাঙায় আমার জায়গা আছে। তবুও দেখার জন্য এখানকার মানুষ অনুরোধ করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু জমি পছন্দ হয়নি। এত লোকালয়ে এইসব জিনিস করা যায় না। জায়গা আমার পছন্দ নয়।”

লক্ষাধিক মানুষের সমাগমের আশা নিয়ে হুমায়ুন কবীরের ঘোষিত শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি। এমন পরিস্থিতিতে জমির মালিকের বিরোধ এবং বিকল্প জায়গা খুঁজে না পাওয়ায়, ৬ ডিসেম্বরের সেই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy