ছুটির দিনের সন্ধ্যায় ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধামাকা। ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচটি আজ, রবিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই হাই-ভোল্টেজ লড়াই।
সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার: ইতিমধ্যেই সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে নিয়ে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। ব্যাটিং হোক বা বোলিং— চামারি আট্টাপাট্টুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল কোনো বিভাগেই ভারতের ধারেকাছে পৌঁছাতে পারছে না। কোচ অমল মজুমদারের লক্ষ্য এখন এই সিরিজকে বিশ্বকাপের জোরদার প্রস্তুতি হিসেবে ব্যবহার করা।
রেকর্ড বুকে হরমনপ্রীত: তৃতীয় টি-টোয়েন্টি জিতেই অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন হরমনপ্রীত কৌর। ১৩০টি ম্যাচে ৭৭টি জয় নিয়ে তিনি এখন টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। আজকের ম্যাচে জিতলে সেই রেকর্ড আরও মজবুত করবেন তিনি।
নজরে যারা থাকবেন:
শেফালি ভার্মা: গত ম্যাচে ৪২ বলে অপরাজিত ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। আজকের ম্যাচেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে গ্রিনফিল্ডের গ্যালারি।
রেনুকা সিং ঠাকুর: দলে ফিরেই ৪ উইকেট নিয়ে লঙ্কা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। আজ তাঁর সুইংয়ের সামনে লঙ্কান ব্যাটাররা কতটা টিকতে পারেন, সেটাই দেখার।
স্মৃতি মান্ধানা: সিরিজ জিতলেও স্মৃতির ব্যাটে রান খরা কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে। আজ বড় রানের লক্ষ্যে নামবেন তিনি।
রিজার্ভ বেঞ্চের পরীক্ষা: যেহেতু সিরিজ ইতিমধ্যেই ৩-০ ফলে জয়ী হয়েছে ভারত, তাই আজ রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে দু-একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া শ্রীলঙ্কাও চাইবে আজ সান্ত্বনামূলক জয় ছিনিয়ে নিতে।
রবিবার ছুটির মেজাজে স্টেডিয়ামে দর্শকদের ঢল নামবে বলেই আশা করছেন আয়োজকরা। ভারতীয় প্রমীলা বাহিনী কি পারবে ৪-০ ব্যবধানে লঙ্কানদের পর্যুদস্ত করতে?