ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনায় এবার সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামল বিজেপি। রবিবার সকালে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেন, গায়িকাকে কেবল গান গাইতে বাধাই দেওয়া হয়নি, বরং তাঁকে ‘যৌন হেনস্থাও’ করা হয়েছে। শঙ্কুদেবের দাবি, লগ্নজিতা যখন ‘দেবী চৌধুরাণী’র ‘জাগো মা’ গানটি গাইছিলেন, তখন স্থানীয় তৃণমূল নেতা মেহবুব মল্লিক মঞ্চে উঠে তাঁকে হুমকি দেন এবং বলেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার সেকুলার গান গা।”
শঙ্কুদেব পণ্ডা আরও অভিযোগ তোলেন যে, লগ্নজিতা যখন ভগবানপুর থানায় অভিযোগ জানাতে যান, তখন ওসি শাহজাহান হক প্রথমে এফআইআর (FIR) নিতে চাননি, শুধুমাত্র একটি জিডি (GD) করা হয়। বিজেপি নেতার প্রশ্ন, কেন একজন মহিলা শিল্পীর সুরক্ষার প্রশ্নে পুলিশ এতোটা উদাসীন? তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টলিউডের প্রসেনজিৎ-শ্রাবন্তীদের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাঁরা শিল্পীদের এই অপমানের বিরুদ্ধে সরব হন। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল।