কৃষি প্রধান এলাকার মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষাধিক টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছিল লালগড় মার্কেট কমপ্লেক্স। কিন্তু নির্মাণ সম্পন্ন হওয়ার পর এবং উদ্বোধনের পরও বছরের পর বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই মার্কেটিং কমপ্লেক্স। কমপ্লেক্সটি ব্যবহার করার জন্য কেউ এগিয়ে আসছে না বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভুল পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
অভিযোগ কেন?
বিরোধী দলগুলির প্রশ্ন, যে মার্কেটিং কমপ্লেক্স স্থানীয় কৃষকদের সরাসরি নিজেদের পণ্য বিক্রির সুযোগ দিয়ে স্বনির্ভর করার জন্য তৈরি করা হয়েছিল, তা যদি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকে, তবে এত বিপুল টাকা খরচ করে এই প্রকল্পটি তৈরি করার উদ্দেশ্য কী ছিল?
তালাবন্ধ থাকার প্রধান কারণ হলো, এই কমপ্লেক্সে ব্যবসা করার জন্য কোনও স্থানীয় ব্যবসায়ী বা কৃষক আগ্রহ দেখাচ্ছেন না। এর ফলে শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন উঠছে— নির্মাণের আগে কি স্থানীয় বাজারের চাহিদা, ব্যবসায়িক সুযোগ এবং কমপ্লেক্সের অবস্থান নিয়ে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি?
বিরোধীরা এই অব্যবস্থাপনাকে ‘ভুল পরিকল্পনা’ এবং ‘জনগণের অর্থের অপচয়’ বলে অভিহিত করেছে। পাশাপাশি, তাদের অভিযোগের তীর সরাসরি শাসকদলের দিকে, যেখানে তারা দুর্নীতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এই লালগড় মার্কেট কমপ্লেক্স এখন স্থানীয় রাজনীতিতে বিতর্কের নতুন খোরাক জুগিয়েছে।