আর্থিক বিশ্লেষকদের মতে, সেরা ফান্ডের সন্ধানে সময় নষ্ট না করে বিনিয়োগের পরিমাণ বাড়ানোই সম্পদ তৈরির মূল চাবিকাঠি। ধরা যাক, আপনি মাসে ৫,০০০ টাকার একটি এসআইপি শুরু করলেন। যদি বার্ষিক ১৪ শতাংশ রিটার্ন পান কিন্তু বিনিয়োগ না বাড়ান, তবে ২০ বছর পর যে টাকা পাবেন, তার চেয়ে অনেক বেশি টাকা পাবেন যদি মাত্র ১০ শতাংশ রিটার্ন পেয়েও প্রতি বছর বিনিয়োগের অঙ্ক ১০ শতাংশ হারে বাড়িয়ে যান (Step-up SIP)। এই পদ্ধতিতে রিটার্ন কম হওয়া সত্ত্বেও আপনি প্রায় ১৫ লক্ষ টাকা বেশি সঞ্চয় করতে পারবেন। আর যদি ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়িয়ে ১৪ শতাংশ রিটার্ন পাওয়া যায়, তবে আপনার পুঁজি দাঁড়াবে প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকায়। অর্থাৎ, সম্পদ বৃদ্ধিতে রিটার্নের চেয়েও লগ্নির ডিসিপ্লিন বা অভ্যাস অনেক বেশি কার্যকর।
Home
OTHER NEWS
রিটার্ন নয়, ‘স্টেপ-আপ’ পদ্ধতিতেই আসল কেল্লাফতে! জমানোর অঙ্কে সামান্য বদল আনলেই মিলবে কোটি টাকা