এবার ভূমিকম্পে (Earthquake) থরথর করে কেঁপে উঠল চীন। মঙ্গলবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) চিনের জ়িনজ়িয়াং (Xinjiang) প্রদেশে ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়। এই কম্পনের জেরে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করলেও, এখনও পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়া থেকে জাপান পর্যন্ত বিশ্বের একাধিক প্রান্তে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। কোথাও প্রবল কম্পনের কারণে সুনামি সতর্কতা জারি করা হচ্ছে, আবার কোথাও তছনছ হয়ে যাচ্ছে ঘরবাড়ি। সবকিছু মিলিয়ে বিশ্বের কোন প্রান্ত কখন ভূমিকম্পে কেঁপে উঠবে, তা নিয়ে বিশেষজ্ঞরাও কোনো পূর্বাভাস দিতে পারছেন না।