রাফাল ও সুখোইয়ের পর এবার মাঝ সমুদ্রে ‘সাবমেরিন’ সর্টি! নৌবাহিনীর শক্তিবৃদ্ধিতে নয়া নজির রাষ্ট্রপতির!

আকাশ জয়ের পর এবার অতল সমুদ্র জয়। ভারতের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার (২৮ ডিসেম্বর) কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনে চড়ে সমুদ্র যাত্রা করলেন তিনি।

ইতিহাসের পাতায় মুর্মু: ৬৭ বছর বয়সী দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে সাবমেরিন যাত্রা করলেন। এর আগে ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান ডঃ এপিজে আব্দুল কালাম বিশাখাপত্তনম থেকে সাবমেরিন সর্টি করেছিলেন। প্রায় ১৯ বছর পর দেশের কোনো রাষ্ট্রপ্রধানকে আবার ডুবোজাহাজে যাত্রা করতে দেখা গেল।

বীরের বেশে রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু এর আগেই একাধিকবার নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন।

২৯ অক্টোবর, ২০২৫: তিনি রাফালে যুদ্ধবিমানে উড়েছিলেন।

২০২৩: সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানেও আকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। অর্থাৎ জল ও আকাশ— উভয় ক্ষেত্রেই সশস্ত্র বাহিনীর আধুনিক সামরিক সরঞ্জামের সাথে একাত্ম হয়ে তিনি সেনাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিলেন।

ঝাড়খণ্ডে হাই-অ্যালার্ট ও ওল চিকি লিপি উৎসব: রাষ্ট্রপতির চার দিনের এই সফরের শেষ পর্যায় শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। ৩০ ডিসেম্বর তিনি রাঁচি হয়ে জামশেদপুর পৌঁছাবেন।

ওল চিকি লিপি: সাঁওতালি ভাষার ‘ওল চিকি’ লিপির শতবর্ষ উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

এনআইটি সমাবর্তন: এনআইটি জামশেদপুরের ১৫তম সমাবর্তনে ভাষণ দেবেন তিনি।

নিরাপত্তা বলয়: রাষ্ট্রপতির আগমনের কারণে ঝাড়খণ্ড জুড়ে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ড্রোন, প্যারাগ্লাইডার বা হট এয়ার বেলুন ওড়ানোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিগত কয়েক বছরে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় নারীর ক্ষমতায়ন এবং রাষ্ট্রপতির সরাসরি অংশগ্রহণ বিশ্ব দরবারে ভারতের এক শক্তিশালী ছবি তুলে ধরছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy