‘রাতে কেন বাইরে?’ CM মমতার মন্তব্যের পরই ঝড়, পুরুষতন্ত্রের বিরুদ্ধে ‘অভয়া মঞ্চে’র মহিলারা নামছেন রাস্তায়!

দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের ওড়িশার ছাত্রীর উপর গণধর্ষণের ভয়াবহ ঘটনার প্রতিবাদে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিল ‘অভয়া মঞ্চ’। আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের পর তৈরি হওয়া এই প্রতিবাদী মঞ্চ আজ, অর্থাত্‍ ১৪ অক্টোবর, মধ্যরাতে ‘আবার রাত দখল’ অভিযানের ডাক দিয়েছে।

দুর্গাপুরের ধর্ষকদের কঠোর শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে এই আন্দোলন। মঞ্চের দাবি, বিভিন্ন পেশা ও সমাজের সব স্তরের মহিলা, রূপান্তরকামী ও বৃহন্নলারা আজ রাত ৮টায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে জড়ো হবেন। এরপরই ‘রাত দখল’ অভিযানে নামবেন তাঁরা।

গত ১০ অক্টোবর দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ২৩ বছর বয়সী দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। তিনি এখনও দুর্গাপুরের হাসপাতালে চিকিত্‍সাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে দেখতে গিয়েছেন। পুলিশ এই ঘটনায় মোট পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক ও ‘রাত দখলের’ ডাক
এই গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাতে বাইরে না যাওয়া’ সংক্রান্ত মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়া… কারণ, পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।”

এই মন্তব্যের রেশ টেনেই প্রতিবাদে মুখর হয়েছে অভয়া মঞ্চ। মঞ্চের সদস্য লেখক ও সমাজকর্মী শতাব্দী দাসের কথায়, “আমরা আরজি করের মতো ঘটনাতেও রাস্তায় নেমেছি, কিন্তু অবস্থার বদল হয়নি। এই পুরুষতান্ত্রিক, নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, যেখানে মহিলাদের বলা হয় সূর্য ডোবার পর ঘরে থাকতে। মহিলাদের স্বাধীনতা আটকানোর বদলে পুলিশ কেন রাস্তায় নজরদারি বাড়াচ্ছে না?”

অভয়া মঞ্চের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে— ডাক্তার সহ রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। প্রশাসন ঘুমোচ্ছে। তাই মহিলা, রূপান্তরকামী ও বৃহন্নলারা রাস্তায় যে কোনও সময়ে যাতে নিরাপদ থাকেন, তার জন্য ফের পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy