রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ সরকার নিজেদের পুরনো অবস্থানে অনড় থেকেছে। রাজ্য সরকারের তরফে এই ডিএ-কে কর্মীদের মৌলিক বা আইনি অধিকার নয় বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তিনটি প্রধান যুক্তি পেশ করা হয়। প্রথমত, রাজ্য সরকারের আইনজীবীরা বলেন, ডিএ রাজ্য সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয়। এই একই যুক্তি এর আগে কলকাতা হাইকোর্টেও পেশ করা হয়েছিল। দ্বিতীয়ত, রাজ্য সরকার দাবি করেছে যে ডিএ কোনো আইনি অধিকারও নয়। তৃতীয়ত, রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, তারা রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ডিএ প্রদানের সিদ্ধান্ত নেয়।
রাজ্যের আইনজীবীদের এই যুক্তি শোনার পর বিচারপতি পিকে মিশ্র প্রশ্ন তোলেন, “ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজিউমার প্রাইস ইনডেক্স) মেনে না-দিলে কোন অঙ্কে রাজ্য ডিএ দিতে চায়?” মঙ্গলবার এই পর্যন্তই শুনানি হয়েছে।
সুপ্রিম কোর্ট এর আগে এই মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল এবং লাগাতার শুনানি হবে বলে জানায়। সেই অনুযায়ী, মামলার পরবর্তী শুনানি বুধবার অনুষ্ঠিত হবে, যেখানে সরকারি কর্মীদের পক্ষে সওয়াল করা হবে।
প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫ শতাংশ। দুই ধরনের সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র এই বিশাল ফারাক (৩৭ শতাংশ) নিয়ে অসন্তোষ তীব্র। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমান হারে ডিএ দাবি করে আসছেন।