রাজনীতিতে এসে আয় বন্ধ! ‘আমি মন্ত্রী হওয়ার জন্য কখনও অনুরোধ করিনি’— বিস্ফোরক মন্তব্য পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপীর

কেন্দ্রীয় মন্ত্রী ও কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার কন্নুরে একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, মন্ত্রী পদে বসার পর তাঁর আয় ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছেন।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী পদে রয়েছেন সুরেশ গোপী। কিন্তু তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আয় বন্ধ হওয়ায় হতাশা
ত্রিশূরের সাংসদ সুরেশ গোপী এদিন বলেন:

“আমি অভিনয় চালিয়ে যেতে চাই। আমায় আরও উপার্জন করতে হবে, আমার আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।”

তিনি বারবার উল্লেখ করেন যে মন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর কখনওই ছিল না। তিনি বলেন, “আমি কখনও মন্ত্রী হওয়ার জন্য অনুরোধ বা প্রার্থনা করিনি। নির্বাচনের একদিন আগেও আমি সাংবাদিকদের বলেছিলাম যে আমি মন্ত্রী হতে চাই না, আমি সিনেমাতেই কাজ করতে চাই।”

নিজের বদলিও ঠিক করে দিলেন মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেন, “২০০৮ সালের অক্টোবর মাসে আমি দলের সদস্যপদ গ্রহণ করি…সাধারণ মানুষ আমায় সাংসদ হিসাবে বেছেছে এবং দল মনে করেছিল যে আমায় মন্ত্রী করার প্রয়োজন বোধ করেছিল।”

তবে তিনি তাঁর বদলে রাজ্যসভার নবনির্বাচিত সদস্য সি সদানন্দনকে কেন্দ্রীয় মন্ত্রিপদে বসানোর কথা বলেন। চলতি বছরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সি সদানন্দন মাস্টারকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছেন।

কেরলের একমাত্র বিজেপি সাংসদের এই মন্তব্যের পর কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy