মুম্বাই, ৩১ অক্টোবর— এক্কেবারে তারার হাট! হ্যালোউইন উৎসবের রাতে মুম্বাইয়ে বসেছিল বলিউডের সবচেয়ে বড় তারকাদের জমকালো সমাবেশ। এই হাই-প্রোফাইল পার্টিতে ঝলমল করেছেন নীতা আম্বানি, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাডুকোন, আরিয়ান খান, অ্যাটলি, অর্জুন কাপুর এবং আরও অনেকে। এই চরম উদযাপনের এক ঝলক সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিলের মাধ্যমে অনুরাগীদের সামনে এনেছেন ‘অরি’ (Orhan Awatramani)। তাঁর নিজস্ব মজাদার ভঙ্গিতে তিনি একে একে পরিচয় করিয়ে দিয়েছেন প্রতিটি তারকার হ্যালোউইন লুক।
ভিডিওটিতে দেখা যায়, নীতা আম্বানি সেজেছেন ‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’ ছবির অড্রে হেপবার্ন-এর লুকে— কালো অফ-শোল্ডার ড্রেস, ডায়মন্ড টিয়ারা ও স্টাইলিশ ব্যাংস-এ তিনি পুরোনো হলিউডের গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, আলিয়া ভাট ‘টম্ব রাইডার’-এর লারা ক্রফট সেজেছেন, যাঁর লুকে ছিল কালো টি-শার্ট, শর্টস এবং লম্বা বেণী। দীপিকা পাডুকোন তাঁর ২০২৪ সালের ছবি ‘সিংঘম অ্যাগেইন’-এর ‘লেডি সিংঘম’ চরিত্রকে বেছে নিয়েছেন, যা ছিল অত্যন্ত পাওয়ারফুল একটি সাজ। আর তাঁর স্বামী রণবীর সিংকে দেখা গেছে ‘ডেডপুল’-এর পোশাকে, যদিও ওরি মজা করে তাঁকে ‘স্পাইডার-ম্যান’ বলেই পরিচয় করিয়ে দেন।
অন্যান্য সৃজনশীল সাজের মধ্যে ছিল: অর্জুন কাপুর ‘দ্য টার্মিনেটর’, জাহ্নবী কাপুর অ্যাঞ্জেলা ডি মার্কো, সামর্থ হেগড়ে বাবা রামদেব, অয়ন মুখার্জি হ্যারি পটার এবং করণ জোহর লর্ড অ্যান্টনি ব্রিজর্টন। আরিয়ান খানকে দেখা যায় ‘ব্রোকব্যাক মাউন্টেন’-এর এক চরিত্র দ্বারা অনুপ্রাণিত লুকে। ওরি মজা করে দিশা পাটানিকে “মুঝে ভি পাতা নাহি” বলে পরিচয় করিয়ে দেন, তাঁর সাজের অস্পষ্টতার জন্য।
আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা এই পার্টিতে ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’-র গোমেজ ও মরটিসিয়া অ্যাডামস সেজেছিলেন। আর স্বয়ং ওরি, ফারহা খানের ভ্লগে করা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, ‘দ্য লিটল মারমেইড’-এর সেবাস্টিয়ান দ্য ক্র্যাব সেজে নজর কাড়েন।
রিলটি শেয়ার করে ওরি ক্যাপশনে লেখেন: “Pick a winner” (বিজয়ী বেছে নিন), যার উত্তরে অধিকাংশ ভক্ত নীতা আম্বানির কমনীয়তা ও আভিজাত্যের প্রশংসা করে তাঁকেই ‘সেরা’ বলে ভোট দিয়েছেন। তারকাখচিত ঈশা ও আকাশ আম্বানির জামনগরে জন্মদিনের পার্টির পর এটি ছিল আরও একটি গ্ল্যামারাস আয়োজন।