রক্তাক্ত তেহট্ট! সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২৩ বছরের তরুণের, শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ ভাইরাল

নদীয়ার তেহট্টে ঘটে গেল এক অত্যন্ত মর্মান্তিক বাইক দুর্ঘটনা। মাত্র ২৩ বছর বয়সে প্রাণ হারালেন ঋক ঘোষ নামে এক তরুণ। ঘটনাটি ঘটেছে তেহট্টের মালিয়াপোতা এলাকায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার সেই হাড়হিম করা মুহূর্ত, যা দেখে শিউরে উঠছেন স্থানীয়রা। মৃত যুবকের বাড়ি ধুবুলিয়া থানার চোয়াখালি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋক কৃষ্ণনগরের দিক থেকে বাইকে চড়ে তেহট্টের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎই তাঁর বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান ঋক এবং সজোরে রাস্তায় আছড়ে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি তাঁকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক লরিটি এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। বড়দিনের উৎসবের আমেজের মাঝে এমন মর্মান্তিক মৃত্যুতে ঋকের পরিবার ও গোটা গ্রামে শোকের কালো ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy