সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ চলাকালীন প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হলেন বহু দর্শক। আহতদের তালিকায় বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। প্রিয় তারকাদের দেখার উন্মাদনা নিমেষের মধ্যে আতঙ্কে পরিণত হয়।
এদিন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাঁদের একঝলক দেখার জন্য স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। পুলিশ সূত্রে খবর, স্টেডিয়ামের আসন সংখ্যা ১৫ হাজার হলেও এদিন গ্যালারিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ ভিড় করেছিলেন। তারকা জুটি মাঠে প্রবেশ করতেই হুড়োহুড়ি শুরু হয়, যা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায় পুলিশ। হুড়োহুড়িতে বেশ কয়েকজন দর্শক মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং আহতরা আপাতত সুস্থ আছেন। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা খেলা দেখানোর নাম করে তোলা তুলছেন এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সুষ্ঠুভাবেই খেলা সম্পন্ন হয়েছে এবং দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করা হয়েছে।