ফের রিলস তৈরির নেশা কেড়ে নিল ৬টি তরতাজা প্রাণ। মঙ্গলবার বিকেলে আগ্রা শহর সংলগ্ন সেকেন্দ্রা গ্রামে যমুনা নদীতে মোবাইলে রিলস বানাতে গিয়ে তলিয়ে গেল ৬ বালিকা। এই মর্মান্তিক ঘটনায় সেকেন্দ্রা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সারাদিন প্রখর রোদে মাঠেঘাটে কাজ করার পর এই বালিকারা যমুনা নদীতে স্নান করতে গিয়েছিল। প্রথমে তারা নদীর অগভীর জলে নেমে মজা ও খেলার ছলে ভিডিও রেকর্ড করছিল। এরপর আরও রিলস বানানোর জন্য তারা নদীর গভীর অংশে যাওয়ার চেষ্টা করে, আর তখনই তীব্র জলের স্রোতে ভেসে যায়।
প্রাথমিকভাবে জানা যায়, ৪ জন বালিকা তলিয়ে গিয়েছিল এবং ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পরবর্তীতে তলিয়ে যাওয়া বাকি ৪ জন বালিকার নিথর দেহও যমুনা নদী থেকে উদ্ধার করে পুলিশ।
এই ৬ বালিকা একই বড় পরিবারের সদস্য। তাদের মৃত্যুতে পরিজন এবং পরিচিতরা শোকে স্তব্ধ হয়ে গেছেন। পরিবারের এক সদস্য জানিয়েছেন, “নদীর পাড়ে একটা খামারবাড়ি আছে। সেখানেই ওরা কাজ করত। প্রচণ্ড গরমে কাজ করার পর একটু আরাম পেতে স্নান করতে গিয়েছিল। আমরা ভাবতেও পারিনি এই দুর্ঘটনা ঘটতে চলেছে।”
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রিলস বানানোর ঝুঁকি এবং অসাবধানতাবশত নদীতে নেমে প্রাণহানির ঘটনা আবারও একবার নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরল।