মোমবাতি নিয়ে খেলা করতে গিয়েই ঘটল চরম সর্বনাশ। সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে শিশুরা মোমবাতি নিয়ে খেলা করছিল। সেই খেলা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
এই বিধ্বংসী আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতার জেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলেও, সৌভাগ্যবশত তাতে তেমন বড় কোনও ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক নেপালে ফল বিক্রেতা হিসেবে কাজ করেন। ঘটনার সময় বাড়িতে শিশু ও মহিলারা ছিলেন। তবে, সুখবর এই যে ঘটনায় কোনও হতাহতের খবর নেই, প্রাণে বেঁচেছেন সবাই।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে নেভানোর কাজ শুরু করেন। পরে নকশালবাড়ির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসএসবি-র জওয়ানরাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিশুদের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ।