রানাঘাটের তাহেরপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল মতুয়া সম্প্রদায়ের। বিশেষ করে সিএএ (CAA) এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে ছিলেন ভক্তরা। প্রধানমন্ত্রী তাঁর অডিও বার্তা শুরু করেন ‘জয় নিতাই’ ধ্বনি দিয়ে এবং ‘হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই’—এই পঙক্তি উচ্চারণের মাধ্যমে মতুয়াদের ধর্মীয় আবেগকেও উস্কে দেন। তিনি তাঁর বক্তব্যে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তবে এই ধর্মীয় আবেগের আড়ালে চাপা পড়ে গেল মতুয়াদের দীর্ঘদিনের নাগরিকত্বের প্রশ্নটি। আশ্চর্যের বিষয় হলো, পুরো বক্তব্যে একবারের জন্যও মতুয়াদের নাগরিকত্বের আবেদন বা ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির মতো জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। ফলে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জয়ধ্বনি দিলেও, মতুয়াদের আসল ‘মুশকিল আসান’ করার কোনো দিশা তাঁর অডিও বার্তায় মেলেনি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।