দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে কুরুচিকর মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন রাজ্যের শাসক দলের নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
মন্ত্রীর বিতর্কিত মন্তব্য:
আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা এলাকায় তিন দিন ধরে দলের এসআইআর প্রক্রিয়া পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার ছিল এই কর্মসূচির শেষ দিন। কুমারগ্রাম বিধানসভার খোয়ারডাঙ্গা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন।
বাংলার ভাষা এবং বাঙালিকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী একসময় বলেন:
”আমি বাংলাভাষী, আমার জন্মের সার্টিফিকেট নেই, তাহলে আমি যদি বাংলাদেশী হই, আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে তো নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই, তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানী হবেন না! ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না? আমাকে বাংলাদেশে পাঠাও, আর মোদী কে পাকিস্তানে পাঠাও। শুধু আমার বেলায় সমস্যা, মোদীর সমস্যা নেই।”
এসআইআর নিয়ে নির্দেশ:
খোয়ারডাঙ্গার পথসভাতে মন্ত্রী উদয়ন গুহ দলীয় বিএলএ-দের (BLA) নির্দেশ দেন, এসআইআর প্রক্রিয়া সঠিক ভাবে শেষ করতে হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি এসআইআর করে ভোটারদের নাম বাদ দিয়ে ২০২৬ সালে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে। তাই জীবিত ১০০ শতাংশ মানুষের নাম যেন ভোটার তালিকায় নিশ্চিত করা যায় এবং চক্রান্ত করে কারো নাম যেন বাদ দিতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
তবে এসআইআর বিতর্কের আবহে প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য নতুন করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে।