কোভিড-১৯ অতিমারি এবং পূর্ব লাদাখের গালওয়ান সংঘাতের জেরে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর, ২০২৫ থেকে নয়াদিল্লি এই পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের পরই অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো (IndiGo) বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন নন-স্টপ বিমান পরিষেবা চালু করবে।
কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্য
বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই ভারত সরকার উদ্যোগ নেয়। সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে দুই দেশের অসামরিক বিমান সংস্থার মধ্যে প্রযুক্তিগত বৈঠক হয়। সেই বৈঠকের পরই অক্টোবরের শেষ থেকে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর থেকে সরাসরি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রালয়ও এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্টে জানিয়েছে, এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ। এই পদক্ষেপের ফলে দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থারও সার্বিক উন্নয়ন ঘটবে।
মোদী-জিনপিং বৈঠকের প্রভাব
২০২০ সালে কোভিড-১৯ অতিমারির কারণে প্রথম এই বিমান পরিষেবা বন্ধ হয়। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে, সম্প্রতি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই অচলাবস্থা কাটতে শুরু করেছে। এই পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত সেপ্টেম্বরে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর চিন সফরে গিয়ে তিয়ানজেনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আলোচনা করেন।
ইন্ডিগো জানিয়েছে, সরকারের অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকেও গুয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে।