মৃত্যুর তিন মাস পরেও মেলেনি প্রতিশ্রুতি! পুরুলিয়ায় ত্রিপলের নীচে বাস শবর পরিবারের, কাঠগড়ায় প্রশাসন

তিন মাস আগে প্রবল বৃষ্টির রাতে মাটির দেওয়াল চাপা পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। কাজের ক্লান্তি শেষে আজও সেই অসহায় বাবা তার ছোট মেয়েকে নিয়ে ফিরে যান সেই পুরনো ভিটেয়, যেখানে তাদের জীবন মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গিয়েছিল। পুরুলিয়ার টামনা থানা এলাকার লোকালয় থেকে বেশ কিছুটা দূরে নির্জন খেরবন এলাকায় এই শবর পরিবারটির বর্তমান অমানবিক জীবন চোখে দেখতে পারছেন না প্রতিবেশীরাও।

দেহ সৎকার ও চাল ছাড়া কিছুই জোটেনি:
চলতি বছরের ১৫ জুলাই রাতে দেওয়াল চাপা পড়ে বিনতি শবর (৪০), রিমঝিম শবর (২৫) এবং অমিত তাঁতি (৩০)-সহ তিন শবর জনজাতির মানুষের মৃত্যু হয়েছিল। দলু শবর, তাঁর ছেলে মানিক এবং মানিক শবরের মেয়ে জবা শবর কোনো রকমে প্রাণে বাঁচলেও, বর্তমানে তাঁদের জীবন কাটে চরম অসহায়ত্বের মধ্যে।

যদিও এই ঘটনার পর মহকুমা শাসক থেকে সভাধিপতি, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দল বেঁধে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরিবারের অভিযোগ, দেহ সৎকার করার জন্য কিছু টাকা, কিছু চাল, কয়েকটা কুমড়ো আর মাত্র দুটো প্লাস্টিক ছাড়া আর কিছুই জোটেনি। যে বাড়ি চাপা পড়ে তিন সদস্যের মৃত্যু হয়েছিল, তার থেকে মাত্র ৪০ ফুট দূরে সেই প্লাস্টিকের তলায় এখন পাঁচজন সদস্য বসবাস করেন।

পরিবারের কর্তা দলু শবর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রশাসনের তরফে সেই প্রতিশ্রুতির পর এখন আর কেউ খোঁজ রাখে না।

রাজনৈতিক চাপানউতোর:
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের বিরোধী দল বিজেপি এই ঘটনাকে রাজ্যে উন্নয়নের ব্যর্থতার চোখে আঙুল দিয়ে দেখানো বলে দাবি করেছে। কেন ওই পরিবারের কোনো সদস্যের কাছে আধার কার্ড নেই, সেই প্রশ্নও তুলেছে বিজেপি নেতৃত্ব।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সরাসরি আবাস যোজনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘শহরে দেখেছি, দরিদ্র মানুষ ত্রিপল টাঙিয়ে থাকে, আর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দোতলা বাড়ির ছাদে মন্দির তৈরি করা হয়।’’

অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুসেন মাঝি বলেন, “বৃহৎ পরিসরে সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রশাসনকে বলব, তাঁদের যেন ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয়।”

যদিও রাজনৈতিক প্রতিশ্রুতি বা চাপানউতোর যাই চলুক না কেন, ১৯৯২ সাল থেকে বসবাস করা এই অসহায় শবর পরিবারটি এখনো প্লাস্টিকের তলায় অন্ধকার ভবিষ্যতের সঙ্গে লড়াই করে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy