ঘাটাল মাস্টার প্ল্যান—এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনৈতিক দ্বৈরথ এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরের ২৪ ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর ঘাটাল পরিদর্শনের ঘটনাটি কোনো আকস্মিক বিষয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। উভয় পক্ষই এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে সামনে রেখে স্থানীয় মানুষের মন জয় করতে চাইছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের দিকে দায় চাপিয়েছিলেন। এরপরই শুভেন্দু অধিকারী তাঁর পাল্টা সফরে এসে তৃণমূল সরকারের ব্যর্থতাকে সামনে আনার চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই এই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এই রাজনৈতিক চাপানউতোর থেকে স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যান একটি বড় ইস্যু হতে চলেছে।
শুভেন্দু অধিকারী ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে (দেব) আক্রমণ করে প্রমাণ করতে চাইছেন যে, তৃণমূল স্থানীয় মানুষের জন্য কাজ করছে না। দেবকে ‘অ্যাক্টর’ হিসেবে কটাক্ষ করে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি সাংসদ হিসেবে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ। এর মাধ্যমে শুভেন্দু একদিকে যেমন দেবের ভাবমূর্তিতে আঘাত হানতে চাইছেন, তেমনি বিজেপির পক্ষে জনসমর্থন বাড়াতে চাইছেন। এই দ্বৈরথ শেষ পর্যন্ত কার পক্ষে যায়, তা দেখতে অপেক্ষা করতে হবে।