‘মিঠুন চক্রবর্তী আর শুভশ্রী ম্যাম আমার ফেভারিট’-নাচের মঞ্চ থেকে ক্যামেরার সামনে, রাজন্যা সাধুর লক্ষ্য এবার মাধুরী দীক্ষিত হওয়া!

কলকাতা। ‘ডান্স বাংলা ডান্স সিজন 12’ (2023)-এর ‘চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স’ বিজয়ী রাজন্যা সাধু (Rajonnya Sadhu) এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। নাচের মঞ্চ জয় করার পর ষষ্ঠ শ্রেণির এই ছাত্রী এখন অভিনয় জগতে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিতে বদ্ধপরিকর। গোবরডাঙার মেয়ে রাজন্যাকে শীঘ্রই দেখা যাবে আসন্ন ধারাবাহিক ‘সোহাগে আদরে’তে নায়িকার ছোট বোনের চরিত্রে।

বর্তমানে অভিনয়ের জগতে নিয়মিত কাজ করে চলেছে এই ছোট্ট তারকা। তার কাজের তালিকায় ইতিমধ্যেই রয়েছে ওয়েব সিরিজ ‘লজ্জা’ (জয়ার ছোটবেলার চরিত্র) এবং ধারাবাহিক ‘কম্পাস’ (ছোট কম্পাসের চরিত্র)।

ডান্স বাংলা ডান্সের বিজয়ী হওয়ার আগে তার পথটা অবশ্য মসৃণ ছিল না। সে ‘ডান্স ডান্স জুনিয়র’-এ অংশ নিয়েও এলিমিনেট হয়ে গিয়েছিল। তবে হাল না ছেড়ে সে ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে ফিরে আসে এবং শেষ পর্যন্ত সেরার শিরোপা জেতে।

অভিনয়ের পথে আসা: ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে রাজন্যা জানায় যে নাচের প্রতি আগ্রহ থাকলেও, তার টিভি-তে আসা অন্যভাবে। সে বলে, “আমাকে প্রথম টিভিতে দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’-এর সানডে স্পেশাল এপিসোডে খেলতে গিয়ে। তারপর ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে পারফর্ম করার সুযোগ পাই এবং শেষে ‘ডান্স বাংলা ডান্স’-এ বিজয়ী হই।” ফাইনালের আগে বন্ধু স্নেহাশ্রিতার সঙ্গে তার নাইট প্র্যাকটিসের দিনের স্মৃতিও তুলে ধরে সে।

স্কুল এবং পরিবার: লেখাপড়ার পাশাপাশি নাচ-অভিনয় সামলানো প্রসঙ্গে রাজন্যা জানায়, স্কুল তাকে ভীষণ সাপোর্ট করে। ক্লাসের হোমওয়ার্ক ও ক্লাসওয়ার্ক তার মা খাতায় তুলে দিতেন, যা সে ফ্লোরে সময় না পেলে বাড়ি গিয়ে পড়ে নিত। পরিবারের সহযোগিতা নিয়ে সে জানায়, প্রথমে তার ঠাকুমা নাচের বিষয়ে খুশি ছিলেন না, অনেক কথা বলেছিলেন। তবে এখন তিনি পাড়ায় গর্ব করে নাতনির নাচ দেখান।

 

View this post on Instagram

 

A post shared by rajonnya@sadhu (@rajonnyasadhu)

পছন্দের তারকা: রাজন্যার প্রিয় অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। বাংলা অভিনেত্রীদের মধ্যে তার ফেভারিট শুভশ্রী গাঙ্গুলী। আর হিন্দিতে আলিয়া ভাট। তবে পুরনো দিনের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো হওয়ার স্বপ্ন দেখে রাজন্যা, কারণ তার নাচ এবং অভিনয় দুটোই তাকে মুগ্ধ করে।

ছোট্ট রাজন্যা মনে করে, মন দিয়ে করতে চাইলে পড়াশুনা, নাচ এবং অভিনয় সবই একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই এখন তার লক্ষ্য পড়াশোনাকে সর্বাগ্রে রেখে বাকি শখগুলিকে সমান যত্নে এগিয়ে নিয়ে যাওয়া।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy