মাসের শুরুতেই সুখবর। একধাক্কায় দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। কলকাতা-সহ সারা দেশে আজ, অর্থাৎ সোমবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে এই দাম কমানো হয়েছে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে।
দাম কত কমল?
ইন্ডিয়ান অয়েল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম কমানো হয়েছে প্রায় ১০ থেকে ১১ টাকা। এর ফলে ছোট ব্যবসা ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। তবে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হচ্ছে না।
মেট্রো শহরগুলিতে গ্যাসের নতুন দাম:
কলকাতা: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা। নতুন রেট অনুযায়ী, দাম হয়েছে ১,৬৮৪ টাকা (আগে ছিল ১,৬৯৪ টাকা)।
দিল্লি: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। নতুন দাম হয়েছে ১,৫৪০ টাকা (আগে ছিল ১,৫৯০.৫০ টাকা)।
মুম্বই ও চেন্নাই: এই দুই মেট্রো শহরে গ্যাসের দাম ১১ টাকা করে কমেছে। মুম্বইয়ে এখন দাম ১,৫৩১ টাকা এবং চেন্নাইয়ে ১,৭৩৯ টাকা।
উল্লেখ্য, সরকারি তেল কোম্পানিগুলি (IOC, BPCL, HPCL) প্রতি মাসের প্রথম দিনে বিমান টারবাইন জ্বালানি (ATF) এবং এলপিজি-র দাম সংশোধন করে। ঘরোয়া ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দামে গত ৬ মাস ধরে কোনো বদল আসেনি; শেষবার দাম বদল হয়েছিল এপ্রিল মাসে।