বর্তমানে নিজের কষ্টার্জিত সঞ্চয়কে সুরক্ষিত রেখে বড় অঙ্কের তহবিল তৈরি করা অনেকের কাছেই একটা বড় চ্যালেঞ্জ। শেয়ার বাজারের অস্থিরতা বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি যারা নিতে চান না, তাঁদের জন্য সরকারি গ্যারান্টিযুক্ত পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) স্কিম এখন অন্যতম সেরা বিকল্প। মাসে সামান্য বিনিয়োগে কীভাবে ২৫ লক্ষ টাকারও বেশি ফান্ড তৈরি করা সম্ভব, তার একটি সহজ হিসেব সামনে এসেছে।
পোস্ট অফিস আরডি স্কিমটি মূলত মধ্যবিত্তদের জন্য ডিজাইন করা হয়েছে। মাত্র ১০০ টাকা দিয়ে যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৭০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ধরা যাক, আপনি প্রতি মাসে ১৫,০০০ টাকা করে পোস্ট অফিস আরডিতে জমা করছেন। ৫ বছর পর আপনার জমা করা অর্থ সুদে-মূলে দাঁড়াবে প্রায় ১০.৭ লক্ষ টাকা। কিন্তু আসল জাদু শুরু হবে যদি আপনি এই বিনিয়োগ ১০ বছর পর্যন্ত চালিয়ে যান। ১০ বছর শেষে আপনার মোট জমানো টাকা এবং সুদের পরিমাণ মিলিয়ে হাতে আসবে প্রায় ২৫.৬ লক্ষ টাকা! অর্থাৎ প্রায় ৭.৫ লক্ষ টাকা আপনি শুধুমাত্র সুদ হিসেবেই আয় করতে পারবেন।
নিরাপত্তার পাশাপাশি এই স্কিমে রয়েছে বিশেষ নমনীয়তা। জরুরি প্রয়োজনে আমানতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা রয়েছে (যদি অ্যাকাউন্টটি অন্তত এক বছর সক্রিয় থাকে)। এছাড়া চাইলে ম্যাচুরিটির আগেই অ্যাকাউন্ট বন্ধ করার অপশনও খোলা রাখা হয়েছে। সুরক্ষিত ভবিষ্যৎ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসের এই আরডি স্কিমটি বর্তমান সময়ে চাকরিজীবী থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের প্রথম পছন্দ হয়ে উঠছে।