সংসারের খরচ সামলাতে নাজেহাল মধ্যবিত্ত থেকে অবসরপ্রাপ্ত কর্মী? দুশ্চিন্তা ছেড়ে এবার নিশ্চিত আয়ের পথ খুঁজুন। পোস্ট অফিসের ‘মান্থলি ইনকাম স্কিম’ (POMIS) দিচ্ছে এমন এক সুযোগ, যেখানে একবার টাকা রাখলেই প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নির্দিষ্ট অঙ্কের টাকা। সরকারি গ্যারান্টি থাকায় বিনিয়োগও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
কীভাবে পাবেন মোটা টাকা? বর্তমানে পোস্ট অফিস এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে। যদি স্বামী-স্ত্রী মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আসবে ৯,২৫০ টাকা। আর এককভাবে ৯ লক্ষ টাকা রাখলে মাসে পাবেন প্রায় ৫,৫৫০ টাকা।
৫ বছর পর ফেরত পাবেন আসল: এই স্কিমের মেয়াদ ৫ বছর। প্রতি মাসে সুদের টাকা নেওয়ার পাশাপাশি মেয়াদ শেষে আপনার জমা করা পুরো আসল টাকাও ফেরত পেয়ে যাবেন। নিরাপদ বিনিয়োগের জন্য এটি বাজারের অন্যতম সেরা বিকল্প। ন্যূনতম ১,০০০ টাকা থেকে অ্যাকাউন্ট খোলা গেলেও, ভালো রিটার্নের জন্য অন্তত ১ লক্ষ টাকা বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।