মার্চের মধ্যেই ভোলবদল চুঁচুড়ার! ১৮৮টি নতুন রাস্তার অনুমোদন, ‘পথশ্রী’ প্রকল্পে কাজের ঘোষণা বিধায়কের

চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান পদ ঘিরে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্বস্তির বার্তা পেল শহরবাসী। বুধবার নবনিযুক্ত চেয়ারম্যান সৌমিত্র ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বোর্ড মিটিংয়েই নেওয়া হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত। নতুন বছর থেকেই চুঁচুড়া শহরকে ‘পার্কিং ফি’ মুক্ত করার কথা ঘোষণা করল বর্তমান পুর বোর্ড। আগের চেয়ারম্যান অমিত রায়ের গৃহীত সিদ্ধান্ত বদলে দিয়ে এখন থেকে শহরের কোনো নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য আর বাড়তি টাকা গুনতে হবে না সাধারণ মানুষকে।

পুরসভা সূত্রে খবর, যানজট নিয়ন্ত্রণ এবং আর্থিক হাল ফেরাতে আগের বোর্ড পার্কিং ফি চালু করেছিল। কিন্তু নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের দাবি, পার্কিংয়ের নামে সাধারণ মানুষকে কেবল হয়রানি করা হচ্ছিল। বুধবার বিকেলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান জানান, “মানুষকে সরাসরি সুবিধা দিতেই এই পার্কিং ফ্রি করার সিদ্ধান্ত।” এই ঘোষণার পাশাপাশি শহরের পরিকাঠামো উন্নয়নেও বড়সড় পরিকল্পনার কথা জানান বিধায়ক।

বিধায়ক অসিত মজুমদার বলেন, কেএমডিএ (KMDA)-র কাছে ২১০টি রাস্তার সংস্কারের আবেদন জানানো হয়েছিল, যার মধ্যে ১৮৮টি রাস্তার অনুমোদন মিলেছে ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে। ১ থেকে ৩০ নম্বর প্রতিটি ওয়ার্ডেই এই কাজ শুরু হবে এবং আগামী মার্চের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নেও জোর দিচ্ছে পুরসভা। নতুন বছরে পার্কিংয়ের টাকা সাশ্রয় এবং নতুন রাস্তার প্রতিশ্রুতিতে খুশি চুঁচুড়ার বাসিন্দারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy