টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ বাবার দেখানো পথেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন। দীর্ঘদিন ধরেই তাঁর ডেবিউ নিয়ে জল্পনা চলছিল, যা এবার সত্যি হলো। প্রসেনজিৎ-এর স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের জন্মদিনে (১ অক্টোবর, যা এই বছর নবমী তিথিতে পড়েছে) ছেলের কাছ থেকে এই খবরটাই ছিল সবচেয়ে বড় উপহার।
ডেবিউ প্রজেক্টের তথ্য প্রকাশ্যে
যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর ছেলে অভিনয় জগতে আসছেন বলে আগেই স্বীকার করেছিলেন, তবে তাঁর প্রথম ছবির বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই ছবিটির শ্যুটিং শুরু হয়ে যাবে।
তৃষাণজিৎ অভিনীত এই ছবির নাম হলো— ‘অগ্নিযুগ দ্যা ফায়ার’ (Agniyug The Fire)।
ভাইঝিরও পদার্পণ বলিউডে
তৃষাণজিৎ ছাড়াও এই একই সিনেমার মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন সম্ভাবী চট্টোপাধ্যায়ও হিন্দি চলচ্চিত্র জগতে পদার্পণ করছেন। এর ফলে চট্টোপাধ্যায় পরিবারের আরও এক প্রজন্ম বলিউডের সঙ্গে যুক্ত হতে চলেছে।
পরিবারের উৎসব ও যজ্ঞ
ছেলের জীবনের এই বিশাল বড় পদক্ষেপ উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই বছর দুর্গাপূজার একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিনেও বিশ্বজিৎ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছিলেন। এই বছর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় সপরিবারে উপস্থিত থাকতে দেখা যায় পরিচালক রাকেশ রোশনকেও। প্রতিবছরের মতো মুম্বইয়ে অর্পিতা নিজেই দাঁড়িয়ে সব দেখাশোনা করেন।