মানালি-সিমলায় তুষারঝড়! ২৬ জানুয়ারি থেকে পর্যটকদের জন্য জারি কড়া নির্দেশিকা, জানুন আবহাওয়ার হালচাল

প্রজাতন্ত্র দিবসের রাত থেকেই আবহাওয়ার ভয়াবহ পরিবর্তনের সাক্ষী হতে চলেছে দেবভূমি হিমাচল প্রদেশ। একটি সক্রিয় ‘পশ্চিমী ঝঞ্ঝা’র প্রভাবে ২৬ জানুয়ারি রাত থেকে ২৮ জানুয়ারি সকাল পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। এই পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’

তুষারপাতের কবলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শিমলা, মানালি, কুফরি, নারকান্দা, সোলাং ভ্যালি এবং সিসুর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে আগামী দু’দিন ভারী তুষারপাত হতে পারে। বিশেষ করে কিন্নর, লাহুল-স্পিতি, কুল্লু এবং চাম্বার মতো উঁচু পাহাড়ি এলাকায় বরফের চাদরে ঢাকা পড়ার সম্ভাবনা প্রবল। ২৭ জানুয়ারি শিমলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পাশাপাশি তুষারপাত হতে পারে।

পারদ নামবে ৮ ডিগ্রি পর্যন্ত!

তুষারপাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শীতের প্রকোপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে:

  • ২৭ জানুয়ারি দিনের তাপমাত্রা এক ধাক্কায় ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

  • উনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া এবং সোলানের মতো জেলাগুলিতে শৈত্যপ্রবাহের জেরে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

  • শিলাবৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন অংশে।

পর্যটকদের জন্য কড়া সতর্কবার্তা

প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে হিমাচল সরকার। পিচ্ছিল রাস্তা এবং দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তুষারপাতের কারণে যানজট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় পণ্য পরিষেবা স্বাভাবিক রাখতে এবং পর্যটকদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফলে এই মুহূর্তে যাঁরা হিমাচল ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের আবহাওয়ার খবর দেখেই পা বাড়ানো উচিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy